জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন -জেন্ডার বৈষম্য করবে নিরসন " এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৮ মার্চ' ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্নাঢ্য রেলী এবং জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার, সিভিল সার্জন, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), বিভিন্ন দপ্তর প্রধান, মহিলা বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জন প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, এনজিও , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।