সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া গৌর গোবিন্দ শ্যাম সুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তনে নারী নির্যাতন,ইভটিজিং,বাল্যবিবাহ, মাদকের কুফল,নারী পাচার, তামাক ব্যবহারের কুফল সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম।উক্ত সচেতনামূলক অনুষ্ঠানটি সোনারগাঁও উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সভায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান, অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সোনারগাঁও উপজেলার আইসিটি অফিসার ফাতেমাতু জান্নাত সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস