স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের পর পরই তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে সামাজিক সুবিধা বঞ্চিত নারীদের পূর্নবাসন ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সনে নারী পূর্নবাসন বোর্ড গঠন করা হয়। বোর্ড বিভিন্ন পর্যায় অতিক্রম করে নারী উন্নয়নে নতুর কর্মসূচী গ্রহনের মাধ্যমে ১৯৯০ সনে মহিলা বিষয়ক অধিদপ্তরে উন্নীত হয়। দক্ষ্যতা, গতিশীলতা ও দ্রুতকার সাথে যথাযথ ভাবে নাগরিকদের সেবা প্রদান দেশের আর্থ- সামাজিক উন্নয়নের সরকারী প্রচেষ্টায় জনগনকে সহযোগিতা ও সম্পৃক্ত করন ও নারী কে উন্নয়নের মুল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরে জেলা ,উপজেলার কর্ম- পরিকল্পনা গ্রহন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় নেতৃত্বদারকারী মন্ত্রনালয় হিসাবে নারী উন্নয়ণ কর্মসূচী বাস্ত বায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহের তদারকীর দ্বায়িত্ব পালন, নারী উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারন, নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করন ও উন্নয়ণ কার্যক্রম সমূহকে যুগোপযোগী করে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS