উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচী সমূহের বিবরণঃ
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল |
||
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
||
১। |
দু:স্থ মহিলাদের উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী । |
* ভিজিডি কর্মসূচীর আওতায় প্রতি ২ (দুই) বছর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে নারায়ণগঞ্জ জেলাধীন সকল উপজেলায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদের কে খাদ্য সহায়তার (মাসিক জনপ্রতি ৩০কেজি চাল/গম) পাশাপাশি নির্বাচিত এনজিও এর মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। এছাড়াও চলতি অর্থবছর হতে উপকারভোগীদের স্ব স্ব ব্যাংক এ্যাকাউন্টে মাসিক ২০০/- টাকা সঞ্চয় জমা বাধ্যতামূলক যা কর্মসূচির মেয়াদপূর্তীতে উত্তোলন করতে পারবেন। |
সংশিস্নষ্ট জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়। * আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পাওয়া যায়। |
উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ছক এবং তালিকার চুড়ান্ত ছক বিনামূল্যে প্রদান করা হয়। |
২৪ মাস |
কামিজা ইয়াসমিন উপ পরিচালক ও ফাতেমা ফেরদৌসী প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। ফোনঃ ০২-৭৬৩১৬০০ |
||
২ |
দরিদ্র মা’র জন্য মাতৃত্ব কাল ভাতা প্রদান কর্মসূচী |
* নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জন প্রতি ৮০০/ (পাঁচশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৩ মাস পর পর মোট ৩৬ মাসের অর্থ প্রদান করা হয়। * নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলার ৩৯ টি ইউনিয়ন পর্যায়ে চলমান। |
* আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়। * ভাতাভোগীদের ডাটাবেজ সংশিস্নষ্ট জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ থাকে।
|
জিটুপি পদ্ধতিতে অনলাইনে ভাতা বিতরণ করা হয়। *যে কোন তফসিলি ব্যাংকে নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ন্যায় ১০(দশ) টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টের মাধ্যমে ভাতার অর্থ বিতরন করা হয়। |
*নির্বাচিত উপকার-ভোগী প্রতিজন প্রথম ও দ্বিতীয় গর্ভধারনকা লের যে কোন একবার মোট ৩ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।
|
|
চলমান পাতা-২
পাতা-২
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৩ |
শহর অঞ্চলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী |
*সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান। *ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিওদের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন,প্রসবপূর্ব ও পরবর্তী যত্ন , মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃ দুগ্ধ পান, জম্মনিবন্ধন,স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান। * ল্যাকটটিটিং মাদার ভাউচার স্কীম এবং কম্যুউনিটি নিউট্রিশন প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে ভাতাভোগীকে সহযোগীতা করা। |
■ আবেদন ফরম ও তালিকার নমুনা ছক, ভাতার হার অনুযায়ী বরাদ্দকৃত অর্থের তথ্য ও নির্বাচিত এনজিও দের তালিকা, ব্রুশিউর, নীতিমালা ও অন্যান্য কাগজপত্র জেলাএবং সংশিস্নষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নারায়ণগঞ্জ এ পাওয়া যায়। ■ উপকারভোগীদের ছবি,আবেদন পত্র ও উপকারভোগীদের প্রণিত তালিকার ডাটাবেজ সংশ্লিষ্ট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত এবং বিকেএমইএ এর আওতায় সংরক্ষিত । ■ ২০১৮-১৯ অর্থবছরে ২০০০জন উপকারভোগীকে প্রতিমাসে জনপ্রতি ৮০০/- টাকা হারে মোট ১,৯২,০০,০০০/ (এক কোটি বিরানব্বই লক্ষ) টাকা প্রদান করা হয়। প্রাপ্তির স্থান: ■ উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, নাঃগঞ্জ ও সিটি কর্পোরেশন, নাঃ গঞ্জ। ■ বিকেএমইএ এর নির্বাচিত পোশাক করাখানাসমুহ।
|
■ সরকারি বাজেটে কার্ড সংখ্যার বরাদ্দ প্রাপ্তির পর উপকারভোগী নির্বাচন শরু করা হয়। ■বিঞ্জপ্তি দেয়ার পর সিটিকর্পোরেশন কাউন্সিলর এর মাধ্যমে উপকারভোগীর তালিকা সংগ্রহ করে জেলা কমিটির মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়। সকল ক্ষেত্রে চুড়ামত্ম তালিকাভুক্ত উপকারভোগী গন অগ্রনী ব্যাংক লি: এর সংশিস্নষ্ট শাখায় (উপজেলার ক্ষেত্রে অগ্রনী ব্যাংকের শাখা একেবারেই না থাকলে সে ক্ষেত্রে জনতা ব্যাংক লি:/ সোনালী ব্যাংক লি: এর শাখায় ) ভাতাভোগীদের স্ব-স্ব নামে ১০ টাকার বিনিময়ে ( বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কৃষকের জন্য যে ভাবে ১০ টাকায় হিসাব খোলা হয় ) হিসাব খুলতে হয়।
|
বছরে দুইটি দফায় ভাতা বিতরণ করা হয়। |
উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
চলমান পাতা-৩
পাতা-৩
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৪ |
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম |
বর্তমান নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটি প্রচারের মাধ্যমে প্রাপ্ত আবেদন অনুমোদন সাপেক্ষে প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাপ্ত বরাদ্দ জনপ্রতি ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। |
১। আবেদন ফরম ২। জন্ম সনদ ৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকতার সার্টিফিকেট ৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রাপ্তির স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
১। আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়। ২। তিন কপি ছবি ৩। স্ট্যাম্প ৩০০ টাকা মোট মূল্য= ৩০০ টাকা উপকারভোগী কর্তৃক পরিশোধিত। |
প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা/ উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে (বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে।) |
উপ পরিচালক ও প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
৫
|
মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। |
স্থানীয়ভাবে বিভিন্ন সরকারী দপ্তরের নোটিশবোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পূর্ণ বিনা খরচে অনাবাসিক প্রশিক্ষণ |
আবেদনের জন্য নির্ধারিত ফরম সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র হতে বিনামূল্যে সরবরাহ করা হয় |
বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়। |
৩(তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ |
উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
চলমান পাতা-৪
পাতা-৪
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
০৫ |
মহিলা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন |
তৃনমুল পর্যায়ে মহিলাদের সংগঠিত করে প্রয়োজনীয় কাগজপত্র জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দাখিল সাপেক্ষে পরিদর্শন পূর্বক সরকারী নিতীমালা মোতাবেক রেজিস্ট্রেশন প্রদান করা হয়। |
জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
সংগঠনের নামে ২,০০০/টাকার ট্রেজারী চালান এবং ৩০০/ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে সমিতির ঘরের চুক্তি পত্র থাকতে হবে। |
দাখিলের ২ মাসের মধ্যে |
উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
০৬ |
আইনি সহায়তা |
নির্যাতিত অসয়হায় মহিলাদের থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে শুনানী পূর্বক মিমাংসা করা হয়। এ ছাড়া লিগ্যল এইড কাগজপত্র প্রেরন করা হয়। |
জেলা / সংশিস্নষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
বিনা মূল্যে |
প্রতি মাসে ১ বার। |
উপ পরিচালক ও প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
০৭ |
বিভিন্ন দিবস উদ্যাপন |
সরকার নির্ধারিত বিভিন্ন দিবস ,র্যলি/ মানববন্ধন আলোচনা সভার মাধ্যমে উদ্যাপন করে জনগনকে জানানো হয় |
জেলা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
বিনা মূল্যে |
সরকারী নির্ধরিত তারিখে। |
উপ পরিচালক ও প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
০৮ |
দু:স্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল |
দু:স্থ ও অসহায় মহিলাদের আবেদন পত্র পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মন্ত্রণালয় প্রেরণ করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
বিনা মূল্যে |
যে কোন সময় |
উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
০৯ |
সেলাই মেশিন বিতরণ |
দু:স্থ ও অসহায় মহিলাদের আবেদন পত্র মাননীয় সংসদ সদস্যর মাধ্যমে মন্ত্রণালয় প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়ার প্রেক্ষিতে স্ব স্ব নামে বিতরন করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
বিনা মূল্যে |
যে কোন সময় |
উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ। |
ফোন নম্বর- ৭৬৩১৬০০ E-mail :dwanarayaganj 54@gmail.com